
তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি আরো আগেই দেখেছি অনেক বার, কিন্তু ওভাবে খেয়াল করিনি কখনোই। তার সম্পর্কে কোন কিছুই জানা ছিল না, এমনকি নামও না।
সেদিন খুব তাড়াহুড়া ছিল আমার, বৃষ্টি শুরু হল বাইরে, শাটল ট্রেন ছাড়ার সময় হয়ে গেল, সম্ভবত ৪টার ট্রেন। ট্রেনে প্রচুর ভীড় সামলে কোন মতে উঠলাম। মাথা হালকা ভেজা চুল ঝাড়তে ঝাড়তে দেখলাম ট্রেনের জানলার পাশে বসা সেই অনেকবার দেখা মেয়েটা! চোখগুলো আর চাহনি দেখে চোখে চোখ পড়ে গেলো, অজান্তেই হাসি পেল, লজ্জায় মুখ ফিরিয়ে বগির ভেতর দিকের সিটে চলে গেলাম।
এখানেই পারতো শেষ হতে পর্ব.....
কিন্তু না.....
কিছুদিন পর ফেসবুকে ট্যাগ করা অন্য একজনের ছবিতে তাকে দেখা। তার আইডিতে অনেক রিকুয়েস্ট ছিলো বলে সাধারণত রিকুয়েস্ট যায় না (এটা পরে জানলাম) তবে কেমনে যেন রিকুয়েস্ট গেলো, এক্সেপ্টও হলো। এরপর চলছিল যেমন যায়.... সাধারণভাবে। কিছুদিন পর আমার পুরোনো একটা ছবিতে তার লাইক পড়লো, আমার কাছে নোটিফিকেশন আসলো আমিও আইডিটা দেখলাম, কে?
দেখে তার ইনবক্সে নক দিলাম " কি অবস্থা আপু? খুবই পরিচিত ফেইস "
তার উত্তর : "হাসছিলেন কেন? "
আমি : হতবাক হয়ে গেলাম!!!! হুম, তুমি মনে রাখছো ?
এরপর শুরু হলো........ বাকিটা
চলছে জ্বালাতন আমার উপর আর জ্বালাতন গুলোই আমার ভালবাসা...
প্রথম ক্রাশ কে কখন খেল বুঝতেছিনা, বোঝার আগেই হৃদয় টার্গেট হয়ে গেলো...
অতপর...
স্বপ্নটা এগিয়ে চলছে মিষ্টি ঝগড়া, মান অভিমান আর আমার প্রতি তার গভীর টানে। দোয়া করবেন সবাই আস্থাটা গভীর হোক শুভ পরিণয়ের পথে গন্তব্যে পৌঁছায় যেন।
ভালোবাসি কিউটি, ভালোবাসো তুমি এই তোমার দুষ্টু হাসিকে (তোমার দেওয়া নাম) কদিনে অগোছালোকে গুছিয়ে দিয়েছো অনেক... বাকী জীবনটাও এভাবে পাশেই থেকো...
"যাকে নিয়ে গুণগুণ করে গান গাই, অবচেতন মনে ভাবনায় ডুবে থাকি সেটা অবহেলা!" তোমার কথাটি সব সময় মনে রাখি, নিশ্চত থেকো আছি পাশে...
প্রিয় শাটল ট্রেন তোমাকে ধন্যবাদ... তোমার জন্যই তাকে পাওয়া, তোমার সাথে ঝিকঝিক করে চলুক জীবনের প্রতিটা সময় আনন্দ রঙ্গিন হয়ে... সুস্থ্য সুন্দর হয়ে...
"বিশ্ববিদ্যালয়ের দিনগুলো যায়" শাটলের একটি গান আছে যার একটি লাইন এমন " এরই মাঝে কেউ করে মন দেওয়া নেওয়া চোখের ইশারায়"
হয়তো গানটি এই রকম ঘটনা গুলোর বাস্তবতাকে ধারণ করে লিখেছেন চবির শাটল ট্রেনের গায়কেরা। ভালো চলুক চবির ঐতিহ্য শাটলের দিন গুলো...
লেখক : শাটলের দেখা এক সময়ের অচেনা, এখন খুব চেনা মানুষটা
[কার্টেসি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ]
ঢাকা, ১৭ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন
আপনার মূল্যবান মতামত দিন: