Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মিশরে সড়ক দুর্ঘটনায় ৮ শিশু শ্রমিক নিহত

প্রকাশিত: ২ মে ২০২২, ০০:২৭

মিশরের শিশু শ্রমিক

ইন্টারন্যাশনাল লাইভ: মিশরের উত্তরাঞ্চলে এক সড়ক দুঘর্টনায় আট শিশু শ্রমিক নিহত হয়েছেন। দেশটির নিল ডেল্টায় তাদের বহন করা গাড়িটি একটি খালে পড়ে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া এসব শিশু ‘আলু সংগ্রহের’ কাজ করতেন। বেহিরা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। তারা দিনে স্কুলে এবং তাদের পরিবারকে সহায়তা করতে রাতে মাঠে কাজে করতো। এ দুর্ঘটনায় চালক প্রাণে বেঁচে যায়। তবে জিজ্ঞাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহত এসব শিশুর বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। মিশরের আইন অনুযায়ী ১৫ বছর বয়স পর্যন্ত শিশু গণ্য করা হয় এবং এ বয়সের শিশুদের কাজ করারও অনুমতি রয়েছে। এছাড়া ১৩ বছর বয়সের শিশুদের মৌসুমি কাজ করার ক্ষেত্রে কোন বাধা নেই।

মিশরে সড়ক রক্ষণাবেক্ষণের অভাবে এবং প্রায় ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে না চলায় দেশটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়ে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে মিশরে সড়ক দুর্ঘটনায় প্রায় সাত হাজার মানুষ প্রাণ হারান।

ঢাকা, ০১ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ