Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিহারে ছট পূজায় পানিতে ডুবে ৫৩ জন নিহত

প্রকাশিত: ২ নভেম্বার ২০২২, ২৩:৪০

ছবি: সংগৃহীত

লাইভ ডেস্ক: উৎসবের আনন্দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ভারতের বিহারে। চার দিনব্যাপি ছট পূজায় রাজ্যের বিভিন্ন প্রান্তে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৫৩ জনের। বিহারের একাধিক নদীতে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে পূণ্যার্থীদের, একথা জানিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

দিওয়ালি শেষ হতেই গোটা বিহার মেতেছিল ছট পূজায়। চার দিন ধরে ছট পূজা পালন করেন সাধারণ মানুষ। তার মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শোকের ঘটনা। মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে।

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, ৩০ অক্টোবর পুর্নিয়া জেলায় ডুবে মারা গিয়েছে ৫ জন, অন্য দিকে পটনা, মুজফ্ফরপুর, সমস্তিপুর এবং সহর্সতে ৩ জন করে মারা গিয়েছেন। গয়া, বেগুসরাই, কাটিহার, বক্সার, কাইমুর, সীতামঢ়হি, বাঁকায় মারা গিয়েছেন ১ জন করে। উৎসবের শেষ দিন অর্থাৎ ৩১ অক্টোবর গোটা রাজ্যে মারা গিয়েছেন ১৮ জন।

উৎসবের মধ্যে রাজ্যের ৫৩ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমার। এইসঙ্গে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। দ্রুত মৃতদের পরিচয় শনাক্ত করে পরিবারকে ক্ষতিপূরণ পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন নীতীশ কুমার।

ঢাকা, ০২ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ