Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নেপালে ভয়ংকর ভূমিকম্পে নিহত ৬, আহত ৫

প্রকাশিত: ১০ নভেম্বার ২০২২, ০০:১৭

নেপালে ভূমিকম্প
লাইভ ডেস্ক: নেপালে মধ্য রাতে ভয়ংকর ভূমিকম্পে একটি বাড়ি ধসে ৬জন নিহত হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) মধ্যরাতে দেশটিতে ৬.৬ মাত্রার রিখটার স্কেলে ভুমিকম্পের এদুর্ঘটনা ঘটে। ভারতের বার্তাসংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
 
প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস এর বরাত দিয়ে বলা হয়েছে- ভূমিকম্পটির উৎপত্তিস্থল দীপায়ল শহরের কাছে ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। রাজধানী কাঠমান্ডু থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে দিপায়ল শহরের অবস্থান। এদিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ভূমিকম্পটিকে ৬.৩ মাত্রার বলে চিহ্নিত করেছে।
 
প্রতিবেদনে আরো বলা হয়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের পিলিভিট শহরের প্রায় ১৫৮ কিলোমিটার (৯৮ মাইল) উত্তর-পূর্বে এবং এটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ ​​কিলোমিটার গভীরে।
 
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, ভূমিকম্পের পর ভারতের রাজধানী নয়াদিল্লিসহ আশেপাশের এলাকায়ও ভূকম্পন অনুভূত হয়েছে।  
 
এ বিষয়ে দোতি জেলা পুলিশের প্রধান ভোলা প্রসাদ ভট্ট্রর বরাত দিয়ে নেপালের সংবাদমাধ্যম অনলাইন খবর জানিয়েছে, ওই জেলায় আটটি ঘরবাড়ি ধসে পড়েছে। এতে ছয়জন নিহত হয়েছে। এছাড়া এঘটনায় আরো পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

ঢাকা, ০৯ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ