
লাইভ ডেস্ক: চীনের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০জন নিহত এবং আহত হয়েছেন আরো অন্তত নয়জন। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় উইঘুর অধ্যুষিত স্বায়ত্বশাসিত অঞ্চল জিনজিয়াংয়ের রাজধানী শহর উরুমকিতে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৫ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে একটি বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়ে। সিনহুয়ার সংবাদে বলা হয় জানায়, ‘দগ্ধদের জরুরি চিকিৎসা দেওয়া সত্ত্বেও ১০ জনের মৃত্যু হয়। আগুনে মারাত্মকভাবে দগ্ধ অপর নয় জন বর্তমানে শঙ্কা মুক্ত রয়েছে।’ জিনজিয়াংয়ের এ অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
ধারণা করা হচ্ছে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও কর্মকর্তাদের দুর্নীতি ও দায়িত্বে অবহেলা এবং যথাযথ আইন না মেনে চলায় চীনে প্রায়েই অগ্নিকাণ্ড ঘটে থাকে।
ঢাকা, ২৫ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ
আপনার মূল্যবান মতামত দিন: