Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৬ই জুন ২০২৩, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com
হার্টব্রেক ইন্সুরেন্স ফান্ড

প্রেমিকা ছেড়ে যাওয়ায় টাকা পেলেন প্রেমিক

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩, ১৬:৫০

ছবি: সংগৃহীত

লাইভ ডেস্ক: হৃদয় ভাঙা বেদনাদায়ক একটি বিষয়। তবে এর বিনিময়ে যদি অর্থপ্রাপ্তি ঘটে তাহলে সেটা অবশ্যই স্বাভাবিক কিছু না। শুনে অবাস্তব মনে হলেও উদ্ভট এই কাণ্ডের বাস্তব এক উদাহরণ সামনে এসেছে।

প্রতিক আরিয়ান নামের এক যুবক প্রেম ভাঙার কারণে ২৫ হাজার টাকা পেয়েছেন। আর এটি তিনি প্রকাশ করেছেন তার টুইটার অ্যাকাউন্টে।

ঘটনাটি এমন, প্রতীক এবং তার প্রেমিকা ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন। ঠিক করেন, দু’জনেই প্রতি মাসে তাতে ৫০০ টাকা করে জমা রাখবেন। অর্থাৎ মাসে এক হাজার। একইসঙ্গে উভয়ই সম্মত হয়, প্রেমিকা ভালবাসায় ধোকা দিলে প্রেমিক ওই টাকা পাবেন। তেমনি প্রেমিক ধোকা দিলে বা ছেড়ে গেলে যাবতীয় অর্থ পাবেন প্রেমিকা। ওই তহবিলের আবার নামও রয়েছে। ‘হার্টব্রেক ইন্সুরেন্স ফান্ড’ বা সংক্ষেপে এইচআইএফ।

সংবাদ প্রতিদিনের রিপোর্টে বলা হয়, টুইটারে প্রতীক জানিয়েছেন, “ সম্প্রতি ২৫ হাজার টাকা পেয়েছি।

কারণ প্রেমিকা আমাকে ঠকিয়েছে। আমরা ‘হার্টব্রেক ইন্সুরেন্স ফান্ডে’ ৫০০ টাকা করে জমাচ্ছিলাম। চুক্তি অনুযায়ী সে টাকাই পেয়েছি।”

প্রতিকের এই টুইটটি ভাইরাল হয়েছে। মজার মন্তব্যে কমেন্টবক্স ভরে গেছে। ১৫ই মার্চ শেয়ার করা টুইটটি সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে। এটা এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় ৯ লক্ষবার।

ঢাকা, ২৭ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ