Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

হিমাচলে স্কুলবাস খাদে পড়ে নিহত ১৬

প্রকাশিত: ৪ জুলাই ২০২২, ২২:১৭

স্কুলবাস খাদে

লাইভ ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশের কুল্লু এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে স্কুল শিক্ষার্থীসহ ১৬ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ৮টায় জাংলা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। আনন্দবাজার পত্রিকার তথ্যমতে, বাসটিতে কমপক্ষে ৪০ জন শিক্ষার্থী ছিলেন। বাসটি নিওলি-সামশের রাস্তা ধরে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অধিকাংশই স্কুল শিক্ষার্থী। উদ্ধারকাজ চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হচ্ছে।

এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় থেকে টুইট করে জানানো হয়, যারা এ দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের পরিবারকে ২ লাখ রুপি করে দেওয়া হবে।

টুইটে বলা হয়, হিমাচল প্রদেশে বাস দুর্ঘটনায় নিহতদের জন্য ২ লাখ রুপি করে দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যারা আহত হয়েছেন তারা পাবেন ৫০ হাজার রুপি।

ঢাকা, ০৪ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ