Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

অডিও ফাঁসের ঘটনায় ইবি প্রকৌশলীর থানায় জিডি

প্রকাশিত: ২০ নভেম্বার ২০২২, ০৬:৪০

 ইবি প্রকৌশলীর থানায় জিডি

ইবি লাইভ: বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে কথোপকথনের অডিও ক্লিপ নিয়ে বুধবার রাতে কুষ্টিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী আলীমুজ্জামান টুটুল। কুষ্টিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি দেলোয়ার হোসেন জানান, নিরাপত্তা চেয়ে ইবি প্রকৌশলী এম আলীমুজ্জামান টুটুলের স্বাক্ষরিত একটি জিডি তিনি পেয়েছেন। সাধারণ ডায়েরিতে বলা হয়, অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করতে ফেসবুকে কণ্ঠ এডিটিং করে ‘অশালীন কথাবার্তা’ ছড়ানো হয়েছে।

আলীমুজ্জামান টুটুল সাংবাদিকদের বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল আমার পেশাগত ও সামাজিক মর্যাদাকে কলঙ্কিত করার একটি জঘন্য প্রচেষ্টার অংশ হিসেবে আমার ভয়েস এডিট করে এই জঘন্য কাজ করেছে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে আলীমুজ্জামান টুটুলের অবিকল কন্ঠে ও এক ছাত্রীর মধ্যে কথোপকথন সম্বলিত একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এর আগে, ২০১৩ সালে পর্নোগ্রাফি মামলায় টুটুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়।

ঢাকা, ১৯ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ