Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৩রা বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘গণহত্যা ও স্বাধীনতা দিবস’ নিয়ে খুবিতে প্রদর্শনী

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ২০:০৫

‘গণহত্যা ও স্বাধীনতা দিবস’ নিয়ে খুবিতে প্রদর্শনী

খুবি লাইভ: আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। ১৯৭১ সালের এই দিনে অপারেশন সার্চলাইট নামে বাঙালি জাতির উপর হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি বাহিনী। এই ভয়াল দিন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজন করেছে ‘মৃত্যুপুরাণ’ নামে দিন ব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনীতে ২৫ মার্চ রাতে বাঙালিদের উপর যে হত্যাকাণ্ড চালানো হয়েছিলো তা শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

এছাড়াও গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে দুইটি পৃথক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
পৃথক এই আয়োজন দুইটি উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মাহমুদ হোসেন।

এছাড়াও মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ২ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।
'রণাঙ্গনে নারী' শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন।

প্রদর্শনীতে মহান মুক্তিযুদ্ধে নারীরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের সর্বংসহা চরিত্র থেকে বেরিয়ে এসে পাকিস্তান সেনাবহিনীর বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছিলেন, সেই অবদানের ১৫০টির বেশি আলোকচিত্র প্রদর্শন করা হচ্ছে ৷ আজ থেকে শুরু হওয়া প্রদর্শনীটি আগামীকাল পর্যন্ত চলবে।


ঢাকা, ২৫ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড //এমএফ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ