Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরুর দাবি ইবি শিক্ষক সমিতির

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ২১:৪৯

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি লাইভ: স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে দ্রুত নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। আগামী ৪ এপ্রিলের মধ্যে প্রশাসনকে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির মিটিং আহ্বান করে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেন তারা।

বুধবার (২৯ মার্চ) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন জোদ্দার এ তথ্য জানিয়েছেন। এর আগে মঙ্গলবার শিক্ষক সমিতির কার্যনির্বাহী সভায় উপাচার্য বরাবর চিঠি দিয়ে গুচ্ছের বাইরে গিয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরুর সিদ্ধান্তে উপনীত হোন সভায় উপস্থিত সদস্যরা।

এ বিষয়ে অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, একাডেমিক কাউন্সিলে আগেই সিদ্ধান্ত হয়ে আছে। সে অনুযায়ী আজকের কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে আগামী ৪ এপ্রিলের মধ্যে উপাচার্য মহোদয়কে ভর্তি পরীক্ষা কমিটির সভা ডেকে দ্রুত ভর্তি কার্যক্রম শুরু করার জন্য আহ্বান জানিয়েছি। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তকে সবাই যেনো সম্মান জানায় সে অনুরোধ জানিয়েছি। এর আগে গত ২৫ তারিখ উপাচার্য স্যার ডেকে ইউজিসির সিন্ধান্তের বিষয়ে জানিয়েছেন। আমরা বলেছি, একাডেমিক কাউন্সিলের সিন্ধান্ত যতোক্ষণ বহাল আছে ততক্ষণ আমাদের এর বাইরে যাওয়ার সুযোগ নেই। ইতোমধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ে নতুন বর্ষের ভর্তি কার্যক্রমের সার্কুলার হয়েছে তাই দ্রুত সময়ের মধ্যে আমরা ভর্তি কার্যক্রম শুরু করতে বলেছি।

তিনি আরও বলেন, ইউজিসি আমাদের গুচ্ছে থাকতে অনুরোধ করেছে। তবে আমরা নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় ফিরতে চাচ্ছি। ভবিষ্যতে ভালো কোনো পন্থা আসলে তখন ভেবে দেখবো।

ঢাকা, ২৯ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এসএ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ