
নাটোরের গুরুদাসপুরে মাদ্রাসার বারান্দা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদবাড়িয়া দাখিল মাদ্রাসার বারান্দা থেকে শনিবার রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে ওই যুবকের বয়স ২৫ বছর। তবে ওই যুবকের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ এবং এলাকাবাসী।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, রাত ১১টার দিকে স্থানীয়রা মাদ্রাসার বারান্দায় কালো পলিথিনের ওপর এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। মরদেহের পাশে মোটা রশি পড়ে ছিল ও কয়েল জ্বলছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ওই যুবকের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সেই সঙ্গে পুলিশ, সিআইডি, ডিবি ও পিবিআই এই হত্যার কারণ জানতে কাজ করছে।
ঢাকা, ১৭ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: