teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ৩০শে মার্চ ২০২৩, ১৬ই চৈত্র ১৪২৯
teletalk.com.bd
thecitybank.com

শ্রেণিকক্ষে ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত, কারাগারে শিক্ষক

প্রকাশিত: ২ মার্চ ২০২৩, ২১:৩৬

অভিযুক্ত শিক্ষক খালেদ সাইফুল্লাহ

ফেনী লাইভ: শ্রেণিকক্ষে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে খালেদ সাইফুল্লাহ (২১) নামে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ফেনী পৌর শহরের একটি মাদরাসায়। এ ঘটনায় করা মামলায় ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন এ তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল বুধবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শিক্ষক খালেদ সাইফুল্লাহ ভোলার দৌলতখান থানার সৈয়দপুর ইউনিয়নের চরসুবি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

মাদরাসা সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরে শ্রেনিকক্ষে পাঠদানের সময় ভুক্তভোগী শিশুর (৮) শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন খালেদ। এ সময় ঘটনাটি কাউকে না বলতে হুমকি-ধমকিও দেন তিনি। পরে বাসায় গিয়ে ঘটনাটি ভুক্তভোগী তার মাকে জানান। পরে কয়েকজন অভিভাবকসহ তিনি মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেন।

এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা বুধবার বিকেলে বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পরে শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা, ০২ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ