
নেত্রকোনা লাইভ: পিকনিকের বাস উল্টে এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কৃষ্ণেরচর বাজারে। বুধবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে কাকৈরগড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে মুক্তাগাছার একটি মাদ্রাসা থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ একটি বাস নেত্রকোণার দুর্গাপুরে পিকনিকের জন্য যাচ্ছিল। পরে সকাল আনুমানিক ১০টার দিকে লক্ষ্মীপুর বাজারের কাছাকাছি পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে দ্রুতগামী বাসটি সড়কের পাশে পড়ে গিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই হিমেল নামে এক ছাত্র নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং যাত্রীদের উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে পাঠিয়েছে। তবে বাসের চালক পলাতক রয়েছেন।
ঢাকা, ০৮ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: