
পটুয়াখালী লাইভ: মাঠ থেকে গরু আনতে যাওয়ার পথে বজ্রপাতে হাসান মোড়ল (৩৭) নামের এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ফুলবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত হাসান ওই গ্রামের শাহজাহান মোড়লের ছেলে ও দুই সন্তানের জনক। তিনি স্থানীয় একটি দ্বীনিয়া মাদরাসার শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে ঝড় শুরু হলে হাসান মাঠে গরু আনতে যান। সেখানে বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা নিহতের পরিবারকে খবর দেন।
ডালবুগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার মো. সোহেল এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে মহিপুর থানা পুলিশের ওসি তদন্ত হাফিজুর রহমান বলেন, হাসান মোড়লের মৃত্যুর বিষয়টি আমরা শুনেছি। সেখানে আমাদের টিম পাঠানো হয়েছে।
ঢাকা, ২৪ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমবি//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: