
লাইভ প্রতিবেদক: দুনিয়ার মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ক্যাম্পাসলাইভ২৪ডটকম-এর প্রধান সম্পাদক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন- ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক আজহার মাহমুদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (১৪ মে) বিকেল পৌনে ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজহার মাহমুদ সম্প্রতি লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইবনে সীনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন। তার স্ত্রী একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন।
আজহার মাহমুদ দৈনিক সমকাল, দৈনিক মানবজমিন ও বাংলাদেশ প্রতিদিন, ভয়েস অব আমেরিকা, বৈশাখী টিভি ও বাংলাদেশ টেলিভিশনে অপরাধ বিষয়ক প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোণা জেলার মদন থানার মনিকা গ্রামে।।
তার পরিবারের লোকজন মরহুমের রূহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
ঢাকা, ১৪ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: