
লাইভ প্রতিবেদক: রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকার কাশবনে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। দিয়াবাড়ির ওই প্লটে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এক রিকশাচালক বুধবার সকালে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়।
এ প্রসঙ্গে উত্তরা থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, বুধবার ভোরে অচেতন অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করেন টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মনির। মঙ্গলবার মধ্যরাতে দিয়াবাড়ির কাশবনে ওই তরুণীকে তিনজন ধর্ষণ করে বলে জানা গেছে।
তিনি আরও বলেন, আসামিদের শনাক্ত করতে ডিএনএর নমুনা সংগ্রহ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সাথে ভুক্তভোগীর পরীক্ষা-নিরীক্ষা করা হবে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ঢাকা, ২৯ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: