Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী আজ

প্রকাশিত: ৮ আগষ্ট ২০২২, ২২:৩২

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব

লাইভ প্রতিবেদক: আজ ৮ আগস্ট, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা, বাঙালির স্বাধীনতার লড়াই-সংগ্রাম-আন্দোলনে নেপথ্যের প্রেরণাদাত্রী। ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নিয়েছিলেন মহীয়সী এই নারী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকের বুলেটের আঘাতে শহীদ হন তিনি।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

আজ সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পাঁচ নারীর হাতে তুলে দেওয়া হয়েছে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ পদক।

বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা নিবেদন, এতিমদের মাঝে খাদ্য বিতরণ, আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে।

বঙ্গমাতার ডাকনাম ছিল রেণু। তাঁর বাবার নাম শেখ জহুরুল হক এবং মায়ের নাম হোসনে আরা বেগম। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন বঙ্গমাতা। ১৯৩৮ সালে বঙ্গবন্ধুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

জন্মবার্ষিকীর কর্মসূচি: আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করবে। সকাল ৯টায় বনানী কবরস্থানে বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা নিবেদন, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জোহরের নামাজের পর আজিমপুর এতিমখানায় খাদ্য বিতরণ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনাসভা শেষে প্রান্তিক কৃষকদের মাঝে শস্যবীজ বিতরণ করবে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি।

ঢাকা, ০৮ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ