Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পদোন্নতি পেল অধস্তন আদালতের ১১২ বিচারক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বার ২০২২, ০৪:০৫

পদোন্নতি পেল অধস্তন আদালতের ১১২ বিচারক

লাইভ প্রতিনিধি: পদোন্নতি পেলেন অধস্তন আদালতের ১১২ বিচারক। আগে যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদায় থাকা এই বিচারকেরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন।

রাষ্ট্রপতির নির্দেশক্রমে রোববার (২৫ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়টির আইন ও বিচার বিভাগের (বিচার শাখা-১) সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভুঁইয়ার সই করা প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসে কর্মরত এসব বিচার বিভাগীয় কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়া বিচারকেরা এখন থেকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬ অনুযায়ী দ্বিতীয় গ্রেডে বেতন পাবেন।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বদলি করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে অবিলম্বে যোগ দিতে বলা হয়েছে। তবে যারা ছুটি কিংবা প্রশিক্ষণে আছেন তারা প্রশিক্ষণ/ছুটি শেষে বদলির কর্মস্থলে যোগ দেবেন।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ