Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ড. রহমত উল্লাহর বক্তব্যের প্রতিবাদে ঢাবি ছাত্রলীগের স্মারকলিপি

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ০৩:৫০

ঢাবি ছাত্রলীগের স্মারকলিপি প্রদান

ঢাবি লাইভ: খন্দকার মোশতাককে ‘শ্রদ্ধা’ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. রহমত উল্লাহর বক্তব্যের প্রতিবাদে ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সোমবার ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামানের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন ঢাবি শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে ছাত্রলীগ উল্লেখ করে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড ঘৃণিত খন্দকার মোশতাক আহমেদের নাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উচ্চারিত হতে পারে না। এতে প্রফেসর ড. মো. রহমত উল্লাহকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানায় ঢাবি ছাত্রলীগ।

স্মারকলিপি প্রদান কালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা, ১৮ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ