Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৬ই জুন ২০২৩, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে নিরব-শান্ত

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩, ২২:২১

নিরব-শান্ত

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঢাকা জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন তাজিন আহমদ নিরব এবং সাধারন সম্পাদক হয়েছেন শান্ত মাহবুব। বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

নিরব ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ও শান্ত নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের ৪৬ ব্যাচের শিক্ষার্থী।

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন- জাহিদ আল হাসান, মাহবুবা আকবর, মাহমুদা রহমান মিতু, সাদিয়া আফরোজ জুহি, আসিফ রহমান, ফাইজা ইসলাম, নিয়াজ আহমেদ তমাল, মোঃ সাজ্জাদ হোসেন অনিম, সাগর সকার পিন্টু, লাখি আক্তার, সাল সাবিলা জেরিন, লিমা আক্তার রিমি।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন- রাশেদ খান, মেহেদী হাসান, মোঃ রাজিব হোসেন, মোঃ জুবায়ের হাসান রিফাত, সোলায়মান আহমেদ রবিন, কাজী সায়িম, নুশরাত জাহান আলো, ফাহমিদা আফরিন সিথি, আতিক রেহমান। এছাড়া অন্যান্য পদে আরও অনেকে রয়েছেন।

নতুন কমিটির সভাপতি তাজিন আহমদ নিরব বলেন, 'ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতি জাবিতে পড়ুয়া ঢাকা জেলার শিক্ষার্থীদের যেকোনো উন্নয়নমূলক কাজ করতে ঐক্যবদ্ধ। এই সমিতির মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তিচ্ছুদের বরাবরই বিভিন্ন সহযোগিতা করে আসছে। এছাড়া ঢাকা জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষামূলক সেমিনার আয়োজন, ছাত্রবৃত্তি প্রদান সহ বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়নের দারপ্রান্তে। ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির সকল সদস্যকে নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড চালিয়ে যেতে চাই।'

ঢাকা, ২৭ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ