
পবিপ্রবি লাইভ: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ২৯ মে (সোমবার)। সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন সহ মোট ২৬ জন শিক্ষক এবারের নির্বাচনে অংশগ্রহণ করবেন। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সর্বমোট ২৫০ জন শিক্ষক এবারের নির্বাচনে ভোট প্রদান করবেন।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মাসুদুর রহমান বলেন, আমরা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। নির্বাচনের সামগ্রিক নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আনসার সদস্যরা যথাযথ দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের পাশাপাশি বিএনপি সমর্থিত সাদা দলের শিক্ষকরাও অংশগ্রহণ করছেন।
ঢাকা, ২৮ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: