Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কোন মতে খেয়ে রোজা, রাতে খাবার নিয়ে ছুটে গেলেন ইউএনও

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ২১:১৯

খেয়ে না খেয়ে দিন পার, খাবার নিয়ে ছুটে গেলেন ইউএনও

লাইভ প্রতিবেদক: ষাট বছর বয়সী ফুল মিয়া। শারীরিক ভাবে অক্ষম আগের মতো আর ভ্যান চালাতে পারেন না। পরিবার পরিজন নিয়ে দুবেলা খাবার যোগাতে হিমসিম খেতে হয় তাকে। থাকেন বালিয়ামারি ব্যাপারি পাড়া গ্রামে। কয়েকদিন থেকে খেয়ে না খেয়ে দিন পার করছে ফুল মিয়া। শুধু তাই নয় নলকূপের পানি দিয়ে ইফতার করেন পরিবার নিয়ে। খবর পেয়ে রাতেই ফুল মিয়ার বাড়ি বালিয়ামারি ব্যাপারি পাড়ায় ছুটে যান রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্ত্তী

২৭ মার্চ মঙ্গলবার রাত টায় উপজেলার এই মানবিক কর্মকর্তাকে দেখে হুহু করে কেঁদে ফেলেন ফুল মিয়ার স্ত্রী। ইউএনও সরকারি অনুদান হিসেবে দশ কেজি চাল, দুই কেজি ডাল, দুই লিটার তেল, তিন কেজি আলু, এক কেজি লবণ, এক কেজি খেজুর, এক কেজি ছোলা, দুই কেজি পেয়াজ ও নগদ অর্থ সহায়তা নিজেই পৌঁছে দিচ্ছেন হতদারিদ্রদের বাসায়

ইউএনও এর সহায়তা পেয়ে ফুল মিয়ার স্ত্রী আমিনা বেগম বলেন, ‘আল্লাহ আপনাকে অনেক বছর বাঁচিয়ে রাখুক। যে মা এমন ছেলে গর্ভে ধারণ করেছে আল্লাহ যেন সেই মাকে ভালো রাখেন।’

শুধু ফুল মিয়াই নন কয়েকদিন আগে রাজিবপুর উপজেলা ধুলাউড়ি গ্রামের বেলাত আলীর ছেলে শারীরিক প্রতিবন্ধী অসহায় সবুজ মিয়ামুখে হাসি ফুটাতে এক মাসের খাদ্য সহায়তা ও দুইটি কম্বল তুলে দিয়ে আসেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্ত্তী। এসব খাদ্য সহায়তা পেয়ে খুশিতে ইউএনওকে ঝড়িয়ে ধরেন সবুজ মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্ত্তী ক্যাম্পাসলাইভকে বলেন, ‘আমি আমার সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই উপজেলা যত অসহায় মানুষগুলো রয়েছে তাদের প্রত্যেকের খোঁজখবর নেওয়ার চেষ্টা করি। কেউ যদি বিপদে পড়ে, তাহলে আমার মন কাঁদে আমি কখন গিয়ে থাকে সহায়তা করবো। যতটুকু পারি আমি সহযোগিতা করার ধারাবাহিকতা অব্যাহত রাখব।’

ঢাকা, ২৮ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেডএইচ //এমএফ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ