Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এনএসইউতে 'আইটি অডিট এন্ড অ্যাসুরেন্স' বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ১০ জুন ২০২২, ০৫:৪০

নর্থ সাউথ ইউনিভার্সিটির কর্মশালা

এনএসইউ লাইভ: নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) "আইটি অডিট এন্ড অ্যাসুরেন্স (রিস্ক অ্যাডভাইজরি) এ ডেলয়েট বাংলাদেশ এ সুযোগ ও কর্মজীবন" বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার (সিপিসি) এবং ডেলয়েট বাংলাদেশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

ক্যারিয়ার এন্ড প্লেসমেন্ট সেন্টার (সিপিসি) এনএসইউ-এর শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক পরামর্শ এবং চাকুরি প্রাপ্তির জন্য পেশাদার করে গড়ে তুলতে সহায়তা প্রদানের জন্য সচেষ্ট। তারই ধারাবাহিকতায় সিপিসি এই কর্মশালার আয়োজন করে, যেখানে ডেলয়েট বাংলাদেশ তাদের কোম্পানি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে এনএসইউ-এর শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে।

কর্মশালায় সরাসরি প্রশ্নোত্তর পর্ব ছিল যেখান থেকে শিক্ষার্থীরা আইটি অডিট অ্যান্ড অ্যাসুরেন্স (ঝুঁকি পরামর্শ) এর বিভিন্ন দিক শিখতে পারে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেলয়েট বাংলাদেশর ম্যানেজিং পার্টনার জনাব নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার (সিপিসি) এর পরিচালক প্রফেসর ড, খসরু মিয়া। ডেলয়েট বাংলাদেশের আর্থিক উপদেষ্টা পরিচালক মিজ সুস্মিতা নূর, এবং জব কাউন্সেলর, ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার (সিপিসি), এনএসইউ মিজ সাদিয়া সুলতানা হৃদি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ডেলয়েট বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, এনএসইউর শিক্ষক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঢাকা, ০৯ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ