Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৯শে মার্চ ২০২৪, ৫ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

মানারাত বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগে মিডিয়া অলিম্পিয়াড অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪ ডিসেম্বার ২০২২, ০৩:১৭

মানারাত বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগে মিডিয়া অলিম্পিয়াড অনুষ্ঠিত
 

আব্দুল্লাহ আল নাঈম: সারাদেশব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের রেজিষ্ট্রেশনকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে টানা তৃতীয় বারের মতো মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ আয়োজিত মিডিয়া অলিম্পিয়াড ২০২২-এর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ (২২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মূল ক্যাম্পাস ঢাকার আশুলিয়ায় এ অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়।

বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার অংশগ্রহনকারী শিক্ষার্থীর মধ্যে বাছাই করে সাড়ে ৪ শতাধিক শিক্ষার্থীকে অলিম্পিয়াডের ফাইনালে অংশ গ্রহণের সুযোগ প্রদান করা হয়। অনলাইনে অংশগ্রহণের মাধ্যমে বাছাইকৃত শিক্ষার্থীর মধ্যে তা'মীরুল মিল্লাত সাংবাদিক ফোরামসহ তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার মোট অর্ধ-শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন। পুরস্কার প্রাপ্ত সেরা ২০ জন প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়নসহ মোট সাতজন প্রতিযোগী ছিল তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী ক্যাম্পাসের।

জানা যায়, গত ৯ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর মোট তিন ধাপে অনলাইন পরীক্ষা সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগ। অলিম্পিয়াডে বাছাই হয়ে সারাদেশ থেকে অংশগ্রহণ করতে আসা প্রতিযোগীদের যাতায়াতে ঢাকাসহ আশেপাশের অঞ্চলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস ফ্রী করে দেওয়া হয়। যাতে করে অংশগ্রহণ করতে আসা শিক্ষার্থীরা নিরাপদে যাতায়াত করতে পারে।

মিডিয়া অলিম্পিয়াড উপলক্ষে রং-বেরংয়ের ফেস্টুন, ব্যানার, পতাকা ও তুলি দিয়ে বিশ্ববিদ্যালয় রোডসহ পুরো ক্যাম্পাস এলাকাকে নজরকাড়া কারুকাজে সাজানো হয়।

জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রোমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হাফিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মইনুল ইসলাম, ফিল্ম মেকার এইচ আল বান্না ও মিডিয়া এজেন্সির ডিরেক্টর নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিপার্টমেন্টের ডিন অধ্যাপিকা নার্গিস সুলতানা এবং তুরষ্কভিত্তিক আন্তর্জাতিক নিউজ এজেন্সি আনাদোলু ও টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ প্রতিনিধি মুহাম্মাদ কামরুজ্জামান বাবলু।

অনুষ্ঠানে অংশ নেয়া বক্তাদের মধ্যে ফিল্ম মেকার এইচ আল বান্না ও মিডিয়া এজেন্সির ডিরেক্টর প্রফেসর নজরুল ইসলাম বলেন, ❝মিডিয়া জগতে সত্য-সুন্দর মানুষের প্রয়োজন। আগামীতে যারা সাংবাদিক হয়ে উঠবে তাদের উঠিত হবে সত্য, সুন্দর ও ন্যায়কে সঙ্গী হিসেবে গ্রহণ করা।❞

তুরষ্কভিত্তিক আন্তর্জাতিক নিউজ এজেন্সি আনাদোলুর বাংলাদেশ প্রতিনিধি মুহাম্মাদ কামরুজ্জামান বাবলু বলেন, ❝সাংবাদিকতা হলো এমন একটি পেশা যেখানে ঝুঁকিপূর্ণ বিষয়ও সহজে সবচেয়ে কম ঝুঁকি নিয়ে সমাধান করা যায়। জার্নালিজম হলো একটি মজাদার বিষয় এবং একটি সুন্দরতম পেশা। দিন দিন সমাজ থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হারিয়ে যাচ্ছে, এজন্য সত্য ও বস্তুনিষ্ঠতার সমন্বয়ে মিডিয়া ও সাংবাদিকতার সৌন্দর্যকে তুলে ধরা উচিত।❞

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিপার্টমেন্টর ডিন নার্গিস সুলতানা বলেন, ❝সবচেয়ে স্মার্ট ডিপার্টমেন্ট হচ্ছে জার্নালিজম ডিপার্টমেন্ট। মানারাত শব্দের অর্থ হলো বাতিঘর। এই বিশ্ববিদ্যালয়ের বাতিঘর দেশের জার্নালিজম বিভাগকে সমুদ্রের নাবিকের ন্যায় আলোর পথ দেখাবে বলে তিনি তার মতামত ব্যক্ত করেন।❞

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মইনুল ইসলাম বলেন, ❝মিডিয়া মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে, একটি সভ্যতা ও একটি জাতিকে নিয়ন্ত্রণ করে। পৃথিবীর বড় বড় সভ্যতা ও সংস্কৃতি মিডিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়েছে। একজন ব্যক্তির মিথ্যা বলার ফলে অপর একটি ব্যক্তিকে সে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু একটি মিডিয়া মিথ্যা বলার ফলে সে সমগ্রজাতিকে অসত্য শিখিয়ে ভুল পথে পরিচালিত করে।❞

অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হাফিজুল ইসলাম বলেন, ❝টার্গেট থাকবে সত্য-ন্যায়কে মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে সমাজকে সুন্দরের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এতে করে মানুষ সুন্দর শিখবে, মানুষ সুন্দরকে জানবে। আগামী দিনে একজন সাংবাদিক হিসেবে সকলের মাঝে এই সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে। পরে তিনি তার বক্তব্যে অলিম্পিয়াডে অংশ নেয়া ছাত্রছাত্রীদের জীবনের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।❞

উল্লেখ্য যে, ব্যতিক্রমধর্মী এ মিডিয়া অলিম্পিয়াডে বিজয়ীদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া অলিম্পিয়াডে অংশ নেয়া প্রত্যেক প্রতিযোগীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগসহ অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। মিডিয়া পার্টনার হিসেবে ছিল নাগরিক টেলিভিশন, দৈনিক মানবজমিন, ইংরেজি নিউএইজ পত্রিকা, এমআইইউ ক্যাম্পাস টিভি।

ঢাকা, ২৩ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ