Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

হাসান মাহমুদকে ‌‘শিক্ষার্থী’ দাবি করে দুই বিশ্ববিদ্যালয়ের কাড়াকাড়ি!

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩, ২০:৪৬

বাংলাদেশ ক্রিকেট দলের পেসার হাসান মাহমুদ

লাইভ প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট দলের অমীয় সম্ভাবনাময় এক পেসার হাসান মাহমুদ। বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নেমেছিল টাইগাররা। আইরিশদের মাত্র ১০১ রানে গুড়িয়ে দেওয়া ম্যাচে বল হাতে করে একাই পাঁচ উইকেট তুলে নিয়েছেন ২৩ বছর বয়সী এই তরুণ পেস বোলার।

এদিকে, পেসার হাসান মাহমুদকে নিজেদের শিক্ষার্থী দাবি করে ‘ভালো খেলার জন্য’ শুভেচ্ছা জানিয়েছে দুইটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। শুভেচ্ছা বার্তায় একটি বিশ্ববিদ্যালয় তেমন কিছু না লিখলেও অপর বিশ্ববিদ্যালয় হাসান মাহমুদের আজকের (২৩ মার্চ) করা পার্ফমেন্সের বিবরণ তুলে ধরেছেন।
সবার সঙ্গে হাসান মাহমুদকে নিজেদের শিক্ষার্থী দাবি করে একসঙ্গে শুভেচ্ছা জানিয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি ও সাউথইস্ট ইউনিভার্সিটি।

একজন ক্রিকেটারকে নিয়ে দেশের দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এমন কাড়াকাড়ি খুব একটা ভালোভাবে নেননি নেটিজেনরা। তাদের অনেকে জানতে চেয়েছেন, আসলে হাসান মাহমুদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? নাকি তিনি একসঙ্গে একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা চালাচ্ছেন! এ বিষয়ে জানতে হাসান মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে তথ্য বলছে, ২০২২ সালের অনুষ্ঠিত ক্লেমন ইনডোর টুর্নামেন্টে সাউথইস্ট ইউনিভার্সিটির হয়েই ক্রিকেট খেলেছেন হাসান মাহমুদ। সে টুর্নামন্টের সেমিফাইনালে গ্রিন ইউনিভার্সিটির সঙ্গে ৩ উইকেটের জয়ের ম্যাচে সাউথইস্টের জার্সি পরে খেলতে দেখা গেছে তাকে।

সোনারগাঁও ইউনিভার্সিটি হাসান মাহমুদকে শুভেচ্ছা জানিয়ে নিজেদের ভেরিফায়েড ফেসবুকে লিখেছে, ‘সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী হাসান মাহমুদের বিধ্বংসী বোলিংয়ে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের তৃতীয় ওয়ানডে ম্যাচে ১০১ রানে অলআউট আয়ারল্যান্ড। হাসান মাহমুদ ৩২ রান দিয়ে একাই তুলে নেন ৫ উইকেট। সোনারগাঁও বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে হাসান মাহমুদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’

শুভেচ্ছা বার্তায় তেমন কিছু না লিখলেও হাসান মাহমুদের একটি ছবি শেয়ার করে সাউথইস্ট ইউনিভার্সিটি নিজেদের ফেসবুকে লিখেছে, ‘অভিনন্দন হাসান মাহমুদ। আমাদের শিক্ষার্থী হিসেবে আমরা আপনাকে নিয়ে গর্বিত।’

সাউথইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক তারিক আল জালিল বলেন বলেন, ‘হাসান মাহমুদ আমাদের সাউথইস্ট ইউনিভার্সিটিতে শিক্ষার্থী কোটায় ভর্তি হয়েছেন। এখানে তার শিক্ষার্থী আইডিও রয়েছে। শুধু তিনি নন, এ বিশ্ববিদ্যালয়ে জাতীয় দলের আরও একাধিক জন খেলোয়াড় কোটায় পড়াশোনা করছেন।’

আরও একটি বিশ্ববিদ্যালয় হাসান মাহমুদকে নিজেদের শিক্ষার্থী দাবির বিষয়টি তারিক আল জালিলের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত হাসান মাহমুদ আমাদের এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কারণ তিনি এখান থেকে ছাত্রত্ব বাতিলের কোনো আবেদন করেননি। আমাদের বিশ্ববিদ্যালয় ছাড়া তিনি যদি আরও একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে থাকেন, তাহলে তো সেটা আমাদের জানার কথা না।’

হাসান মাহমুদকে নিজেদের শিক্ষার্থী দাবি করে সোনারগাঁও ইউনিভার্সিটির অ্যাডমিশন অফিসার রাসেল আহমেদ জানিয়েছেন, তিনি ২০২৩ সালের স্প্রিং সেমিস্টারে অনলাইনে ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশনে (বিবিএ) এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। তিনি এই বিশ্ববিদ্যালয়েই পড়াশোনা করছেন।

জানতে চাইলে সোনারগাঁও ইউনিভার্সিটির রেজিস্ট্রার এসএম নুরুল হুদা বলেন, ‘চলতি সেশনে ভর্তির পর সোনারগাঁও ইউনিভার্সিটিতে হাসান মাহমুদের ক্লাস শুরু হয়েছে। তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এর বাইরে আর কিছু বলতে চাই না। সোনারগাঁও ইউনিভার্সিটি ছাড়া তিনি যদি আগে পরে কোথাও ভর্তি হয়ে থাকেন, সেটি আমাদের বিবেচ্য বিষয় নয়।’

ঢাকা, ২৪ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম) //এমএফ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ