
এনএসইউ লাইভ: নর্থ সাউথ ইউনির্ভাসিটিতে (এনএসইউ) স্নাতকে ২০২৩ সালের সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর বসুন্ধরা এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষা দুপুর ১টার সময় শেষ হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন বিভাগের অধীনে স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষায় ৭০০৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। ভর্তি পরীক্ষা পরিচালনায় ২৬০ জন শিক্ষক এবং ২০০ জন অফিসার অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। এ সময় পরীক্ষার্থীদের খাবার পানি ও জুস সরবারহ করা হয়।
আগামী এক সপ্তাহের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্বদ্যিালয়ের ওয়েবসাইট এ প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ডিনবৃন্দ অভিভাবকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলামের পক্ষে শুভকামনা জানান।
ঢাকা, ২৭ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএফ
আপনার মূল্যবান মতামত দিন: