
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাংবাদিক সংগঠন বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে একাধিক ক্যাটাগরিতে ১৩ জন শিক্ষার্থীকে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের ১৮ টি স্বেচ্ছাসেবী সংগঠন এর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
করোনকালীন বিজয় দিবসকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের অফিসিয়াল ফেসবুক গ্রুপে অনুষ্ঠিত হয় "বশেমুরবিপ্রবি প্রেসক্লাব -বাংলাদেশ সারাবেলা বিজয় দিবস ফটো কনটেন্ট" শিরোনামে এক প্রতিযোগিতা।
এছাড়া অনুষ্ঠিত হয় "বঙ্গবন্ধু ও বাংলাদেশ বই পাঠ" প্রতিযোগিতা।
আজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতাদ্বয়ের মোট ১৩ জন বিজয়ীর মাঝে পুরষ্কার এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আবু সালেহ, বিশ্ববিদ্যালয়ের ১৮ টি সংগঠন এর প্রতিনিধি, ১৩ জন বিজয়ী (বিভিন্ন প্রতিযোগিতার) ও বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সদস্যরা।
ঢাকা, ১৪ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: