Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ই-মেইল আইডি পাচ্ছে ৩৫ লাখ শিক্ষার্থী

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:০৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ই-মেইল আইডি পাচ্ছে ৩৫ লাখ শিক্ষার্থী

লাইভ প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্য্যালয় এখন এক ধাপ এগিয়েছে। গুগল ওয়ার্কস্পেস ফর এডুকেশনের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ৩৫ লাখ শিক্ষার্থী পাচ্ছে অফিসিয়াল ই-মেইল আইডি। গতকাল বৃহস্পতিবার প্রাথমিক পর্যায়ে স্নাতক (সম্মান) শ্রেণির ২০২১-২২ শিক্ষাবর্ষের ৩ লাখ ২৯ হাজার ৮৬ শিক্ষার্থীকে অফিসিয়াল ই-মেইল আইডি দেওয়া হয়। পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে দেওয়া হবে।

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে একাডেমিক ভবনের ভার্চুয়াল রুমে এ কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান। উপাচার্য বলেন, শিক্ষার্থীরা অফিসিয়াল ই-মেইল আইডির মাধ্যমে পাঠ গ্রহণে নতুন দিগন্তের উন্মোচন করতে পারবে। ফলে তারা আনলিমিটেড স্টোরেজ পাবে। এখানে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণে তারা অফিসিয়ালি যোগাযোগ যেমন করতে পারবে, সেই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ টেক্সট, ডকুমেন্টস, ডিজিটাল কনটেন্ট সংরক্ষণে বড় ধরনের সুযোগ পাবে।

তিনি জানান, শুধু শিক্ষার্থী নয়; শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরও এ অফিসিয়াল ই-মেইল আইডি দেওয়া হয়েছে। উদ্বোধনের দিন দেশব্যাপী অধিভুক্ত কলেজের ৩৮ হাজার ৮১৭ শিক্ষক, ২ হাজার ২৪২টি কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৪৬ কর্মকর্তা-কর্মচারী ও ৭৪ শিক্ষককে অফিসিয়াল ই-মেইল আইডি দেওয়া হয়।

উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নিজামউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম হাওলাদার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি (আইসিটি) দপ্তরের পরিচালক মুমিনুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং ই-মেইল আইডি প্রদান নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন।

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ