Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মারা গেলেন টানা পাঁচ বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার

প্রকাশিত: ১০ মে ২০২৩, ২২:৪৩

ফুটবলার আন্তনিও কারবাহল

স্পোর্টস ডেস্ক: ফুটবল ইতিহাসে পাঁচটি বিশ্বকাপে খেলা প্রথম ফুটবলার ছিলেন আন্তনিও কারবাহল। মেক্সিকোর এই সাবেক গোলরক্ষক ১৯৫০ সালের বিশ্বকাপ থেকে ১৯৬৬ সালের বিশ্বকাপ পর্যন্ত পাঁচ আসরে মাঠ মাতিয়েছিলেন। কিন্তু ৯৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন মেক্সিকান এই কিংবদন্তি।

বেশ কিছুদিন ধরেই উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন কারবাহাল। হাসপাতাল থেকেই পাড়ি জমান না ফেরার দেশের। মেক্সিকোর ফুটবল ফেডারেশন কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ফুটবল ক্যারিয়ারে কারবাহাল প্রথম ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে খেলার কীর্তি গড়েছিলেন। ব্রাজিলে ১৯৫০ বিশ্বকাপ, সুইজারল্যান্ডে ১৯৫৪ বিশ্বকাপ, সুইডেনে ১৯৫৮ বিশ্বকাপ, চিলিতে ১৯৬২ বিশ্বকাপ এবং ইংল্যান্ডে ১৯৬৬ বিশ্বকাপ মিলিয়ে মোট ১১টি বিশ্বকাপ ম্যাচে মেক্সিকোর গোলপোস্ট সামনালোর দায়িত্বে ছিলেন তিনি।

মেক্সিকোর জার্সিতে ৪৮ ম্যাচে মাঠে নেমেছিলেন কারবাহাল। আর ক্লাব পর্যায়ে ৪০৯ টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই গোলরক্ষকের। ক্লাব পর্যায়ে কারবাহাল ক্যারিয়ারের অধিকাংশ সময়ই কাটিয়েছেন মেক্সিকোর ক্লাব লিওতে। প্রায় ১৬ বছর একই ক্লাবে খেলেন তিনি।

ঢাকা, ১০ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ