Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে স্বাধীনতা দিবসে বিশেষ খাবারের দাবিতে হল গেইটে তালা

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ২২:৩৮

রাবিতে স্বাধীনতা দিবসে বিশেষ খাবারের দাবিতে হল গেইটে তালা

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে সেহরির খাবারের মান বৃদ্ধি ও স্বাধীনতা দিবসে বিশেষ (ফিস্ট) খাবারের দাবিতে হল গেট অবরোধ করে অবস্থান নিয়েছে আবাসিক শিক্ষার্থীরা। আজ শনিবার ২৫ মার্চ বিকেল ৪ টার দিকে হলে গেইটে তালা লাগিয়ে দেয় হলের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, প্রতিবার স্বাধীনতা দিবসে শিক্ষার্থীদের জন্য একটা খাবার বরাদ্দ থাকে। যদিও সেটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় খুবই নগন্য। কিন্তু এবার রমজানের কথা বলে সেটা থেকেও শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে। প্রশাসন চাইলে হলগুলোতে সেহরি অথবা ইফতারে একটা ভালো মানের খাবার ব্যবস্থা করতে পারত। তাই এই খাবারের ব্যবস্থা করার দাবি জানান তারা।
এ ব্যাপারে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বান ড. সায়েদা নুসরাত জাহান বলেন, রোজার মাস হওয়ায় এবার স্বাধীনতা দিবসে শিক্ষার্থীদের জন্য বিশেষ কোন খাবারের আয়োজন করা হয়নি। তবে এই খাবার বিজয় দিবসে দেয়া হবে। তাছাড়া এই খাবার নিয়ে পূর্বে শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, তাই রমজান মাসে যেকোন ঝামেলা এড়াতে এই ব্যবস্থা রাখা হয়নি।

ঢাকা, ২৫ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম) //এমএফ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ