Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেরোবিতে 'জীবনানন্দ দাশের সাহিত্য' শীর্ষক সেমিনার

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বার ২০২২, ০৬:৩২

'জীবনানন্দ দাশের সাহিত্য' শীর্ষক সেমিনার

বেরোবি লাইভ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের আয়োজনে 'জীবনানন্দ দাশের সাহিত্য' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে কবি হেয়াত মামুদ ভবনের দ্বিতীয় তলায় এই সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান। এসময় প্রধান অতিথি হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক পঙ্কজ কুমার সরকার। তিনি "জীবনানন্দ দাশ: বিতর্ক ও বিস্ময়” শীর্ষক আলোচনা করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহেল রাজিব “তত্ত্ব-আলোয় জীবনানন্দ দাশ” বিষয়ে আলোচনা করেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বাংলা বিভাগের প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, সহযোগী অধ্যাপক ড. শফিকুর রহমান ও প্রভাষক সিরাজাম মুনিরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

ঢাকা, ১২ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ