
বেরোবি লাইভ: দীর্ঘ ৩৩ দিনের ছুটি শেষে আগামীকাল থেকে একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। এর আগে গত ৫ মে থেকে প্রশাসনিক কার্যক্রম চলছে বিশ্ববিদ্যালয়টিতে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বাংলা নববর্ষ, শব-ই কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডিমেক ও প্রসাশনিক কার্যক্রম বন্ধ থাকবে ৯ এপ্রিল রবিবার থেকে ৮ মে পর্যন্ত। কিন্ত ৬ থেকে ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় সাপ্তাহিক ছুটি থাকায় তিনদিন আগ থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হয়েছিল।
তিনি আরো বলেন, সে হিসেবে ৬ এপ্রিল থেকে থেকে ৮ মে পর্যন্ত মোট ৩৩ দিন বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা বন্ধ ছিল। আগামীকাল ৯ মে থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু হবে বলে জানান তিনি।
উল্লেখ্য যে, ছুটি কালীন সময়ে তিন আবাসিক হল খোলা ছিল। এ সময় হলে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল।
ঢাকা, ০৮ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএস//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: