Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবির ৬ শিক্ষার্থী পেলেন মিতসুবিশি কর্পোরেশন বৃত্তি

প্রকাশিত: ১৯ ডিসেম্বার ২০২২, ২২:৫৬

চেক হস্তান্তর

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের ৬ শিক্ষার্থীকে ‍‘মিতসুবিশি কর্পোরেশন বৃত্তি’ দেওয়া হয়েছে। রবিার (১৮ ডিসেম্বর) উপাচার্য দফতরে আয়োজিত অনুষ্ঠানে চেক হস্তান্তর করা হয়।

বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ১ লাখ ২৪ হাজার ৩শ টাকা প্রদান করা হয়েছে। মিতসুবিশি কর্পোরেশন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মি. মিয়ুংগো লি ৭ লাখ ৪৫ হাজার ৮শ টাকার একটি চেক ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুন, জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম এবং মিতসুবিশি কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক মি. কিসকে ইয়ামাদা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান রয়েছে। এই বৃত্তিপ্রদান কার্যক্রম ও বাংলাদেশে চলমান বিভিন্ন মেগা প্রজেক্টে মিতসুবিশি কর্পোরেশনের অব্যাহত সহযোগিতার মাধ্যমে দুই দেশের শিক্ষা ও সংস্কৃতিসহ কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা, ১৯ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ