Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

তেজগাঁওয়ে স্কুলছাত্র নিহত: মাইক্রোবাস চালক গ্রেপ্তার

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বার ২০২২, ০১:৪৯

নিহত শিক্ষার্থী আলী হোসেন

লাইভ প্রতিবেদক: রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের স্কুল শাখার দশম শ্রেণির ছাত্র আলী হোসেন। এ ঘটনায় ঘাতক মাইক্রোবাস চালক জিয়াউল হককে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক এ তথ্য জানান। তিনি বলেন, তেজগাঁওয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থী আলী হোসেন নিহতের ঘটনায় আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে চালক জিয়াউল হককে গ্রেফতার করা হয়। এ সময় ঘাতক মাইক্রোবাসটি জব্দ করা হয়।

এ বিষয়ে সোমবার বিকেলে তেজগাঁও উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এর আগে রবিবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় মো. আলী হোসেন নামের ১৭ বছরের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত শিক্ষার্থী সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা, ১২ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ