Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩, ০৪:০৭

ছবি: সংগৃহিত

স্পোর্টস ডেস্ক: কাতারে অসম্পূর্ণ বিশ্বকাপ মিশন শেষে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। রবিবার (২৬ মার্চ) মরক্কোর বিপক্ষে ভোর ৪টায় মাঠে নামছে সেলেসাওরা। মরক্কোর ইবনে বতুতা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল।

অনেকটা নতুন মোড়কেই নামছে ব্রাজিল। কাতার বিশ্বকাপ দলের ১৫ জনকেই রাখেননি নতুন কোচ। দ্য আটলাস লায়ন্সদের বিপক্ষে ডাক পেয়েছেন নতুন ৯ জন।

এদিকে চোটের কারণে দলে নেই নেইমার জুনিয়র ও থিয়াগো সিলভা। এ ছাড়া বিশ্রাম দেওয়া হয়েছে অ্যালিসন বেকার, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ব্রুনো গুইমারেস, রাফিনিয়াদের। জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণের পথে ডাক পেয়েছেন জেতা আন্দ্রে সান্তোস, ভিটর রকি, রবার্ত রেনান, মিকাইলের মতো উদীয়মান ফুটবলাররা।

ম্যাচটি সামনে রেখে ভারপ্রাপ্ত কোচ র‌্যামন মেনেজেসের অধীনে নিজেদের ঝালিয়েও নিয়ে ভিনিসিয়াসরা। নতুন কোচের হাত ধরে আবারও ঘুরে দাঁড়ানো ব্যাপারে আশাবাদী সেলেসাওরা।

দলটির তারকা ফুটবলারদের অনুপস্থিতিতে টিম ম্যানেজমেন্টের আস্থার কারণ হতে পারেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, লুকাস পাকুয়েতা। আর গোলবার সামানোর দায়িত্বে এডারসন। দলের নেতৃত্বে থাকবেন ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণাত্মক মিডফিল্ডার ক্যাসেমিরো।

রক্ষণভাগে সেলেসাওদের আস্থার নাম হতে পারেন এমারসন রয়্যাল, এডার মিলিটাও, রেনান লোদি এবং ব্রেমার। এ ছাড়া আক্রমণে ভিনি ও রদ্রিগোমর সঙ্গে থাকতে পারেন অ্যান্টোনি।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: এডারসন, রেনান লোদি, ব্রেমার, এডার মিলিটাও, এমারসন রয়্যাল, সান্তোস, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, ক্যাসেমিরো, লুকাস পাকুয়েতা ও অ্যান্টোনি।

ঢাকা, ২৫ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ