
এমডিআইসি লাইভ: মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে তিনদিন ব্যাপী আন্তঃস্কুল এমডিআইসি কাপ-২৩ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শেখ জামাল ক্রীড়াচক্রের পরিচালক আবদুল্লাহ আল জহির স্বপন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন।
প্রতিযোগিতার দ্বিতীয় দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. মামুনুল ইসলাম মামুন। প্রতিযোগিতার শেষ দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জনাব জাকারিয়া পিন্টু, কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মেহ্দী হাসান প্রামানিক, পিএসসি।
এসময় আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ফাতেমা জেমাইমা রহমান ও অধ্যাপক মো. হাবিবুর রহমান আকন্দ, বালক শাখার কো-অর্ডিনেটর জনাব আবদুল হামিদ খান। ক্রীড়া শিক্ষকদের মধ্যে ছিলেন মো. বোরহান উদ্দিন, শফিকুল ইসলাম ও মো. সুজাউদ্দৌলা প্রমুখ।
ফুটবল প্রতিযোগিতায় ঢাকার কুড়িটি ইংরেজি মাধ্যম স্কুল অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ঢাকা, ১৮ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: