
স্পোর্টস ডেস্ক: সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। গুরুত্বপূর্ণ এ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচ জিতলেই সেমিফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
এই ম্যাচে জয়ের লক্ষ্যে দলে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। বাজে পারফরম্যান্সের জন্য দল থেকে ছিটকে গেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি, শরিফুল ইসলাম। এদিকে দল থেকে বাদ পড়েছেন আরেক পেসার হাসান মাহমুদও। তাদের বদলে দলে এসেছেন যথাক্রমে সৌম্য সরকার, নাসুম হোসেন এবং ইবাদত হোসেন। অপরদিকে কোনও পরিবর্তন ছাড়াই আগের দল নিয়েই মাঠে নেমেছে বাবর আজম বাহিনী।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, শান মাসুদ, মোহাম্মদ ওয়াশিম।
ঢাকা, ০৬ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: