Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিপিএল: ঢাকা দলের নতুন মালিকানায় রুপা ফেব্রিক্স

প্রকাশিত: ১৬ নভেম্বার ২০২২, ০৮:১০

বিপিএল ঢাকার মালিকানা পরিবর্তন

স্পোর্টস লাইভ: আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ২০২৩ আসরে ঢাকা দলের নতুন করে যুক্ত হলো রুপা ফেব্রিক্স লিমিটেড। ঢাকার মালিকানা পাওয়া প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড আর্থিক বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হওয়ায় নতুন করে রূপা ফেব্রিক্স লিমিটেড দায়িত্ব পেয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে তারা জানিয়েছে, ‘ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলের পরবর্তী তিন সংস্করনের জন্য মালিকানা সত্ত্ব পেয়েছিল প্রগতি অটো রাইস মিলস লিমিটেড। কিন্ত নির্ধারিত সময়সীমার মধ্যে আর্থিক বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হওয়ায় লেটার অফ ইনটেন্ট বিধান অনুযায়ী তাদের সঙ্গে চুক্তিটি বাতিল করা হয়েছে।’

বিবৃতিতে বিবিসি আরো জানায়, ‘বিপিএল গভার্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীকালে রুপা ফেব্রিক্স লিমিটেডকে এই তিন বছর ঢাকার মালিকানা সত্ত্ব তুলে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ের ইওল প্রক্রিয়ায় অংশ নিয়েছিল রূপা ফেব্রিক্স।’

ঢাকা, ১৫ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ