Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মেসির দুর্দান্ত গোলেও ব্যর্থ পিএসজি

প্রকাশিত: ৬ অক্টোবার ২০২২, ২১:০৫

লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ এখন পিএসজির। তবে এবারও বেনফিকাকে হারাতে ব্যর্থ হলো দলটি। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছেন মেসি-নেইমার-এমবাপ্পেরা।

অথচ প্রথমার্ধে আর্জেন্টাইন সুপারস্টার মেসি করেছেন অসাধারণ এক গোল। ওই গোলে স্বস্তি শেষ করে দিয়েছেন পিএসজির পর্তুগিজ সেন্ট্রাল ডিফেন্ডার দানিলো পেরেইরা। তিনি আত্মঘাতী গোল করায় জয়হীন থেকে মাঠ ছাড়তে হয়েছে ক্রিস্টোফার গালতিয়েরের দলের।

ম্যাচের ২২ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। মেসির পাস এমবাপ্পে-নেইমারের ওয়ান অন ওয়ান হয়ে ফিরে যায় তার কাছে। বক্সের ঠিক বাহির থেকে বাঁ-পায়ে উঁচু করে মাপা শট নিয়ে জালে জড়িয়ে দেন বার্সা থেকে পিএসজি আসা ৩৫ বছর বয়সী এই তারকা।

প্রথমার্ধের ৪১ মিনিটে সমতায় ফেরে বেনফিকা। আত্মঘাতী ওই গোলের বাইরেও পর্তুগিজ ক্লাবটি দারুণ আক্রমণ করে খেলেছে। বলের দখলে পিছিয়ে থাকলেও গত মৌসুমে গ্রুপ পর্বে বার্সাকে বিদায় করে দেওয়া দলটি পিএসজির গোলমুখে ছয়টি ভালো শট নিয়েছে। অবশ্য সাতবার গোল করার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছে পিএসজি।

ঢাকা, ০৬ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ