Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ৩০শে নভেম্বর ২০২৩, ১৬ই অগ্রহায়ণ ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

অলরাউন্ডার র‍্যাংকিংয়ে আবারও বিশ্বসেরা সাকিব

প্রকাশিত: ২০ অক্টোবার ২০২২, ০১:৩১

সাকিব আল হাসান

স্পোর্টস লাইভ: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই সুখবর পেলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। বুধবার (১৯ অক্টোবর) আইসিসির অলরাউন্ডার র‍্যাংকিং প্রকাশ করা হয়েছে। যেখানে আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবিকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে আবারও শীর্ষস্থান দখল করলেন সাকিব আল হাসান।

সম্প্রতি নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দল পুরো ব্যর্থ হলেও ব্যাট ও বল হাতে পারফর্ম করেছেন সাকিব আল হাসান। তিন ম্যাচে ১৫৪ রান করেন তিনি, যা নিজ দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। যার সুবাদে নিজের পুরোনো জায়গায় ফিরলেন তিনি।

আইসিসি প্রকাশিত র‍্যাংকিংয়ে ২৪৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠেছেন সাকিব। সাকিবের চেয়ে ২২৬ পয়েন্ট নিয়ে তার পরেই আছেন নবি। তিন নম্বরে থাকা ইংল্যান্ডের মইন আলীর রেটিং পয়েন্ট ১৮৮।

এদিকে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে এগিয়েছেন নামিবিয়ার স্মিট ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা। বিশ্বকাপে ভালো পারফর্ম করে চার ধাপ করে এগিয়েছেন দুজনেই। স্মিট এখন আছেন চার নম্বরে আর রাজার অবস্থান সপ্তম।

ঢাকা, ১৯ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ