
স্পোর্টস ডেস্ক: মেলবোর্নে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে কারেনের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রানেই বাঁধা পড়েছে পাকিস্তান। ফলে দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে হলে ইংলিশদের করতে হবে ১৩৮ রান।
আগে ব্যাটিং করতে নেমে দলকে ভালো শুরু এনে দিতে ব্যর্থ হন পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম। রিজওয়ান ১৪ বলে ১ ছয়ে ১৫ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন।
তিনে নেমে এদিন রীতিমতো সংগ্রাম করতে থাকেন মোহাম্মদ হারিসও। ১ চারে ৮ রান করতে হারিস খেলেন ১২ বল। এরপর তৃতীয় উইকেট জুটিতে ৩৯ রান যোগ করেন বাবর ও শান মাসুদ।
তবে ব্যাট হাতে দলের জন্য বড় ইনিংস খেলতে ব্যর্থ হন বাবর। ২৮ বলে ২ চারে ৩২ রান করে দলের প্রয়োজনের মুহূর্তে প্যাভিলিয়নের পথ ধরেন পাকিস্তানের অধিনায়ক। বাবরের বিদায়ের পরপরই ফেরেন ইফতিখার আহমেদও। ৬ বল খেললেও কোনো রানই করতে পারেননি তিনি। অন্যপ্রান্তে শান মাসুদ রানের গতি বাড়ানোর চেষ্টা চালালেও খুব একটা সুবিধা করতে পারেননি। ২৮ বলে ২টি চার ও ১টি ছয়ে ৩৮ রান করতে পারেন শান।
শেষদিকে শাদাব খান ১৪ বলে ২ চারে ২০ রান করেন। এছাড়া অন্য ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেনি। ইংল্যান্ডের পক্ষে কারেন ৪ ওভারে ১২ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। এছাড়াও আদিল রশিদ ২২ রানে এবং ক্রিস জর্দান ২৭ রানের বিনিময়ে ২টি করে উইকেট নেন।
ঢাকা, ১৩ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: