
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাত্রা শেষ হয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। সেদিন ক্রোয়েশিয়া কাছে হেরে কেঁদেছেন নেইমার। আজ তার চোখে হয়তো আনন্দ অশ্রু দেখা দিয়েছে। কারণ তার প্রিয় বন্ধু লিওনেল মেসি জিতেছে বিশ্বকাপ!
ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে এসে শিরোপা তুলে ধরলেন মেসি। এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। আর্জেন্টিনা সেই ক্রোয়েশিয়াকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে ওঠে এবং ফ্রান্সের বিপক্ষে জিতে শিরোপা হাতে নিয়েছে। ঘুচলো মেসির একমাত্র আক্ষেপ। তার ট্রফি জয়ের পর তাকে শুভেচ্ছা জানালেন নেইমার।
টুইটারে নেইমার লিখেছেন, ‘অভিনন্দন ভাই।’ এর আগে গত বছর কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে গেলেও মেসির সঙ্গে তাদের ড্রেসিংরুমে গিয়ে হাস্যোজ্জ্বল সময় কাটান।
ঢাকা, ১৯ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: