Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ২৯শে নভেম্বর ২০২৩, ১৫ই অগ্রহায়ণ ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

কবিতা: তুমি ফিরবে বলে

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২২, ০৪:০৭

তুমি ফিরবে বলে

তুমি ফিরবে বলে
হাসান মাহমুদ সিফাত

তুমি ফিরবে বলে
প্রতিদিন সুর্য উদিত হয়।
তুমি ফিরবে বলে
রোজ সকালে পাখি ডাকে।
তুমি ফিরবে বলে
নদী আজো বহমান।
তুমি ফিরবে বলে
পর্বতমালা ঠায় দাঁড়িয়ে আছে।
তুমি ফিরবে বলে
ফুলেরা রোজ রাতে সুভাস ছড়ায়।
তুমি ফিরবে বলে
শেষরাতে তোমার অপেক্ষায় থাকে আরশের মালিক।
তুমি ফিরবে বলে
রিজিক এখনো বন্ধ হয়নি তোমার।
তুমি ফিরবে বলে
সূর্য ডুবে,আঁধার নামে,আলো ফোটে।
তুমি ফিরবে বলে
পৃথিবী আজো আলোকিত।
কেন তবে তুমি ফেরো না?
কেন তুমি নিত্য বেখেয়াল?
কেন তুমি ডুবে আছো আঁধারে?
কবে ফিরবে তুমি?
সময় কি পাবে নীড়ে ফেরার?
নাকি ফেরার আগেই বেলা ফুরাবে?

লেখক: হাসান মাহমুদ সিফাত
শিক্ষার্থী, সিএসই বিভাগ
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ঢাকা, ১৪ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএএম//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ