
গৃহহীন মৌটুসী
তানজিদা আক্তার লিন্থা
যদি হতাম এক জোড়া বর্ণালি মৌটুসী
তুমি আর আমি, গৃহহীন মৌটুসী।
ঘুরে ফিরতাম কাল বৈশাখি নিম ডালে
কুড়িয়ে বেড়াতাম নিমের ফুল অভুক্ত মনে।
অঝর বৃষ্টি, কাঁঠাল পাতা বেয়ে টপটপ পড়ছে।
আর আমরা দুলছি হাওয়ায়
ছিপছিপে এক নিমের ডালে।
কোথাও কেউ নেই, সবাই গৃহবাসী।
তুমি আমি গৃহহীন মৌটুসী।
যেন মরূদ্যানে বৈশাখের টলমলে জল
যেন তুমি আমি মরুর বুকে যায়াবর,
যেন আকাশেরও মন ভাল নেই
যেন সে জানান দিচ্ছে তার অব্যক্ত আকুতি।
নিমের মস্ত মগ ডালে
ভাসছি বাতাসের তালে।
আমি কুঁকড়ে যাচ্ছি এক অজানা ভয়ে
না, এ তো কাল বৈশাখি নয়! তবুও কেন ভেসে যাচ্ছি?
তখনই তুমি বিশালতার পাখা দিয়ে
আমায় ঝাপটে ধরলে-
এক পরম শান্তি, অনাবিল আনন্দ।
নিমেষেই এক সোনালি রোদের আভা এসে
তাড়িয়ে দিলো সব অজানা ভয়কে।
তুমি আর আমি
একজোড়া বর্ণালি মৌটুসী
একজোড়া গৃহহীন মৌটুসী
ঘুরে বেড়াই এক রৌদ্রোজ্জ্বল আকাশ জুড়ে।
যেখানে নেই কোনো অমাবস্যার মেঘ।
কিন্তু আছে আচমকা বৃষ্টি আর পরম আনন্দ!!
লেখক: তানজিদা আক্তার লিন্থা
শিক্ষার্থী, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
ঢাকা, ১১ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: